এই কম্বল বিতরন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশিদ,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্হিত ছিলেন জাকারিয়া শহিদ ম্যানেজিং ডাইরেক্টর এডিসন গ্রুপ ; আসরাফুল হক হেড অব মার্কেটিং এডিসন গ্রুপ ; আমান উল্ল্যাহ সেক্রেটারি জেনারেল, আপন (অ্যাসোসিয়েশন ফর পুওর এ্যাডাভন্সমেন্ট নীডস) মো. জানে আলম চ্যানেল পার্টনার সিম্ফনি মোবাইল ; ও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় উপস্হিত অতিথিরা বলের একটি কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে এডিসন গ্রুপ সামাজের মানুষের কাছে দায়বদ্ধ,এই দায়বদ্ধতা থেকেই প্রতি বছরের ন্যায় এবারও এডিসন গ্রুপ এবং সিম্ফনি মোবাইল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে ৭৫০ টি কম্বল বিতরন করছে।এর আগে বরিশাল,ফরিদপুর,চাঁপাই নবাবগঞ্জ,লালমনিরহাট,গাজীপুর, টাঙ্গাইল,কক্সবাজার,বান্দরবন,কু