বছর ৩৪ এর ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি বলেন, আমি এতটাই খুশি, যে তা প্রকাশের ভাষা আমার কাছে নেই। তিনি বলেন, আমরা অভিনেতা অভিনেত্রীরা সকলেই একটা মিথ্যে দুনিয়ায় বাস করি। সেখানে আমিরের মতো এক মহান অভিনেতার এই প্রস্তাবে আমি মুগ্ধ। তিনি বলেন, আমিরের এই সমর্থন, তাঁর কাছে এক মহান অনুভূতি।
প্রসঙ্গত, একটি সাক্ষাতকারে সানিকে প্রশ্ন করা হয়, আমির কি কখনও তাঁকে নিয়ে কাজ করতে চেয়েছেন? উত্তরে সানি জানান, সম্ভবত নয়। সানির এই সোজা সাপটা জবাবে মুগ্ধ আমির টুইটারে জানান, তিনি সানির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান।
সানি বলেন, আমিরের মতো অভিনেতার সঙ্গে গোটা বিশ্বে যে কেউই কাজ করতে চাইবেন। আমির এমনই একজন, যাঁর কাছ থেকে অপরিমেয় সম্মান পেয়েছি আমি। সানি আরও বলেন, ভবিষ্যতে কী হবে জানি না, তবে আমি সারা জীবন তাঁর অনুরাগী হয়েই থাকব। এবিপি আনন্দ।