ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের জমি দখল ও নির্যাতনের প্রতিবাদে অনশন কর্মসুচি

আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ে’র জমি জবর দখল ও শারিরীক নির্যাতনের প্রতিবাদে অনশন কর্মসুচি পালন করছেন বাংলাদেশ হিন্দু বোদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সালন্দর ইউনিয়ন কমিটি। বৃহস্প্রতিবার বেলা ১১টা থেকে বরুনাগাঁও বাসিয়া দেবী থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসন চত্বরে গিয়ে অনশন ও স্লোগান দেয় পুলিশ ও ট্যাংলড়ির বিরুদ্ধে। অভিযোগকারীরা জানান, ১ একর ২২’শতক জমি ট্যাংক লড়ির লোক জনের’রা তাদের কাছ থেকে জোরপুর্বক দখল ও অবৈধ ভাবে বসতবাড়ী নির্মাণ করে । পরে হিন্দুসম্প্রদায়ের পুরুষ ও মহিলাগণ মামলার মাধ্যমে জমি’রটি ফিরে পায়। গত ১৮তারিখে পুলিশ গিয়ে ট্র্যাংক লড়ির অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেয়।এর একদিন পরেই গতকাল বুধবার বিকেল ৫টার দিকে ওই জমি পুলিশ গিয়ে ট্রাংক লড়ির লোকদের কে পুনরায় দখল করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী বাধা দিতে গেলে পুলিশ তাদের উপর লাঠি চার্জ করে বলে অভিযোগ উঠেছে। এ প্রতিবেদন লেখা পর্ষন্ত দুপুর (২.২০)মিনিট পর্ষন্ত অনশন চলছিল।

Comments (0)
Add Comment