জেলা গোয়েন্দা পুলিশের ওসি হামিদুর রশিদ জানান, মেয়র নজরুল বুধবার জেলা ও দায়রা জজ মো. এনামুল বারীর আদালতে আত্মসমর্পণ করে দুটি মামলায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে একটি মামলায় জামিন দিলেও অপর মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
জেলা জামায়াতের আমির ও মেয়র নজরুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতা ও হত্যাসহ ১৮টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। অপরদিকে দুই নারী কাউন্সিলর হলেন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মোসলেমা বেগম এবং ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাকেরা খাতুন।
সদর থানার ওসি ময়নুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে মোসলেমাকে মহাডাঙ্গা মহল্লা ও শাকেরাকে শংকরবাটি সুন্দরপুর মহল্লার নিজ বাড়ি থেকে নাশকতা মামলার আসামি হিসেবে গ্রেফতার করে পুলিশ। তবে কোন মামলায় তাদের আসামি করা হয়েছে তা জানাতে পারেননি ওসি।