সৈয়দ মনির আহমদ , সোনাগাজী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে তালিকাভুক্ত সন্ত্রাসী ফরিদ প্রকাশ ডাকাত ফরিদ (৩২) ও নাশকতা মামলার আসামী রুবেল (২৬) কে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ ।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার চর ছান্দিয়া ইউনিয়নের পুরাতন সওদাগর হাট এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ জলদস্যু সর্দার ডাবল কালামের প্রধান সহযোগী ফরিদকে গ্রেফতার করে এ.এস.আই জুয়েল ভুঞার নেতৃত্বে পুলিশের একটি দল। তার বিরুদ্ধে নাশকতা , ডাকাতি সহ ৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে পশ্চিম চর ছান্দিয়া গ্রামের মোঃ মোস্তফার পুত্র। অপরদিকে ওইদিন বিকালে মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামে অভিযান চালিয়ে নাশকতা ও ভাদাদিয়ায় পুলিশের উপর হামলা মামলার অন্যতম আসামি রুবেলকে গ্রেফতার করা হয় । সে পালগিরি গ্রামের করিমুল হকের পুত্র । স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন জানায় , রুবেল মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের স্বক্রীয় কর্মী।