পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে হামলা; নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি বিশ্ববিদ্যালয়ে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। বুধবার সকালে পেশোয়ার থেকে ৫০ কিলোমিটার দূরে চরসাদ্দা শহরের বাচা খান বিশ্ববিদ্যালয়ে এ ঘটনায় প্রাথমিকভাবে ১৫ জনের নিহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় ইংরেজি দৈনিক ডন। তবে হতাহতের সংখ্যা কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

পত্রিকাটি লিখেছে, ২০১৪ সালের ডিসেম্বরে পেশোয়ারে সেনাবাহিনী পরিচালি স্কুলে ঢুকে জঙ্গিরা যে কায়দায় ১৩২ শিক্ষার্থীসহ ১৪১ জনকে হত্যা করেছিল, বাচা খানের হামলাও হয়েছে একই কায়দায়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফজল রাহেম মারওয়াতকে উদ্ধৃত করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো লিখেছে, সেখানে এখনো গোলাগুলি চলছে। হামলার সময় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলেও স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

Comments (0)
Add Comment