পত্রিকাটি লিখেছে, ২০১৪ সালের ডিসেম্বরে পেশোয়ারে সেনাবাহিনী পরিচালি স্কুলে ঢুকে জঙ্গিরা যে কায়দায় ১৩২ শিক্ষার্থীসহ ১৪১ জনকে হত্যা করেছিল, বাচা খানের হামলাও হয়েছে একই কায়দায়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফজল রাহেম মারওয়াতকে উদ্ধৃত করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো লিখেছে, সেখানে এখনো গোলাগুলি চলছে। হামলার সময় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলেও স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।