ইমরান হোসেন, বগুড়া: বগুড়ায় আজ মঙ্গলবার মৃদু বৃষ্টিপাত হয়েছে। সকাল থেকে শীতের হিমেল হাওয়া অন্য দিনের চাইতে কিছুটা বেশী বিকাল ৪ টার দিকে হঠাৎ করে মৃদু বৃষ্টিপাত শুরু হয়েছে । এসময় কিছুটা বিব্রত কর অবস্থায় পড়তে হয় শহড় বাসিকে খোজ নিয়ে যানাযায় বগুড়া শহরের আশেপাশের উপজেলা গুলিতেও টিপ টিপ বৃষ্টি পড়ছে। তবে অনেকে মনে করছেন বৃষ্টি হওয়ার কারনে শিতের তিব্রতাও কিছুটা বৃদ্ধি পেয়েছে।