Connecting You with the Truth

ভূমিকম্পে বাংলাদেশ ও ভারতে নিহত ১১

earthquakeভারতের উত্তর পূর্বাঞ্চলে সৃষ্ট ভূমিকম্পে ভারত ও বাংলাদেশে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। মনিপুর রাজ্যের ইম্ফলে সৃষ্ট এই ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ছিল ৬.৭।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, উৎপত্তিস্থলে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। মনিপুরের রাজধানী ইম্ফলে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক মানুষ। বাংলাদেশে ঢাকা, লালমনিরহাট ও রাজশাহীতে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে তিন জন মারা গেছেন। এছাড়া ঢাকা বিশ^বিদ্যালয় এলাকায় ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে যাদের বেশিরভাগই তাড়াহুড়ো করে নামতে গিয়ে বা লাফ দিয়ে নামার চেষ্টায়। এদের মধ্যে একজন চারতলা থেকে লাফ দিয়ে নামতে গিয়ে গুরুতর আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ঢাকা মেডিকেলে ৪০ জন আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা দেয়া হচ্ছে। মনিপুরে সৃষ্ট এই ভূমিকম্প ভারতের আসাম ও পশ্চিমবঙ্গেও অনুভূত হয়েছে।

Comments
Loading...