কুড়িগ্রাম শালধোর সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার শালধোর সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গিয়ে একজনকে পিটিয়ে হত্যা করেছে। ৪৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালক জাকির হোসেন জানান, সোমবার ভোরে এ ঘটনার সময় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন। তিনি জানান, নিহত বাংলাদেশির আবদুল গণি (৩৬)। আহতের বাড়িও একই এলাকায় হলেও তার পরিচয় জানাতে পারেননি তিনি।
রবিবার রাতে এ ঘটনায় একজন আহতও হয়েছেন বলে জানান বিজিবির শালঝোড় বিওপির সুবেদার তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম জানান, শালঝোড় বিওপির কাছে ৯৮৮ আন্তর্জাতিক পিলারের পাশ দিয়ে রবিবার গভীর রাতে কয়েকজন বাংলাদেশি ভারতে গরু আনতে গেলে বিএসএফের হাতে আটক হন। এরপর বিএসএফের জলজলি ক্যাম্পের জওয়ানরা তাদের প্রচণ্ড মারধর করলে গণির মৃত্যু হয়। গণির লাশ এখনও সীমান্তের ওপারে রয়েছে বলে জানান তিনি। আটক আরেকজন পালিয়ে আসতে সক্ষম হন। তিনি স্থানীয় একটি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানান সুবেদার তরিকুল।