Connecting You with the Truth

বিসিএসে শূন্যপদ পূরণ হবে মেধা তালিকা থেকে

Montri_shova_ok_newপ্রথম শ্রেণির কর্মকর্তা নিয়োগ পরীক্ষা বিসিএসের ৩৪তম ব্যাচ থেকে ৩০ শতাংশ কোটায় কারিগরি ও পেশাগত পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না। এ জন্য ৬৭২টি পদ খালি রয়েছে বলে জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে কোটা শিথিলের প্রস্তাব অনুমোদন হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি বলেন, নিয়োগ হয়ে যাওয়া ৩৪তম বিসিএসে কারিগরি ও পেশাগত ক্যাডারে কোটার বিপরীতে ৬৭২টি শূন্যপদ রয়েছে। এই পদগুলো ৩৫তম বিসিএসের মেধাতালিকা থেকে অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে। অন্যদিকে লিখিত পরীক্ষা হয়ে যাওয়া ৩৫তম বিসিএসে মোট ১৮০৩টি পদে নিয়োগ দেওয়া হবে।

এই বিসিএসেও কারিগরি ও পেশাগত ক্যাডারে কোটার বিপরীতে যোগ্য লোক না পাওয়া গেলে সেগুলোও এই বিসিএসের মেধাতালিকা থেকে পূরণ করা হবে, বলেন সচিব। তিনি বলেন, মুক্তিযোদ্ধা, নারী, নৃতাত্ত্বিক ইত্যাদি কোটার বিপরীতে যোগ্য লোক পাওয়া যাচ্ছে না। এই কারণে পদ শূন্য থেকে যাচ্ছে। এতে সংকট তৈরি হয়েছে। এই সব পদ পূরণে মন্ত্রিসভা থেকে অনুমোদন নেওয়া হলো।

Comments
Loading...