Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বেনাপোল সীমান্তে বিপুল পরিমান কচ্ছপ উদ্ধার

Benapole indian tratol atok picture------1 copyকামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি: রবিবার ভোরে ভারত থেকে বাংলাদেশে পাচার হয়ে আসা ১শ পিছ কচ্ছপ উদ্ধার করেছে ২১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পুটখালি সদস্যরা।এ সময় পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।

২১বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল পুটখালী ক্যাম্পের সুবেদার কৃষ্ণ কুমার জানায়, গোপনে খবর পায় ভারত হতে সীমান্ত পথে পাচারকারীরা ইন্ডিয়ান পয়েন্ট ট্রাটোল নামের কচ্ছপের একটি চালান ইছামতি নদী পার করে বাংলাদেশে প্রবেশ করবে।এ ধরনের সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পুটখালীর চরের মাঠ এলাকায় অভিযান চালালে চোরাকারবারীরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়।

পরে ওই বস্তাগুলো ক্যাম্পে এনে তল্লাশি করলে তার ভিতর থেকে ১ শ’ টি‘ইন্ডিয়ান পয়েন্ট ট্রাটোল নামের বড় বড় কচ্ছপ উদ্ধার করা হয়।আটক হওয়া কচ্ছপগুলো খুলনা বন্যপ্রাণি সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা (জে ডবিøউ এস) অনিল কুমার গ্রহন করে।#

Leave A Reply

Your email address will not be published.