Connecting You with the Truth

উড়োজাহাজ সংকটে সংকুচিত হচ্ছে বিমানের আন্তর্জাতিক রুট

নিজস্ব প্রতিবেদক:

তীব্র উড়োজাহাজ সংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক রুটের কার্যক্রম সংকুচিত হয়ে পড়ছে। ভাড়ায় আনা দুটি বোয়িং উড়োজাহাজের মেয়াদ শেষ হওয়ায় তা ফেরত পাঠানোর পর সংকট আরও ঘনীভূত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০৩৫ সালের মধ্যে বিমানের বহরে অন্তত ১৫টি নতুন উড়োজাহাজ প্রয়োজন। বর্তমানে কার্গো বিমান না থাকায় পণ্য পরিবহনেও পিছিয়ে পড়ছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটি। আসন্ন হজ মৌসুমে ফ্লাইট বিপর্যয় এড়াতে দ্রুত নতুন উড়োজাহাজ যুক্ত করা জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave A Reply

Your email address will not be published.