বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০
বগুড়া সংবাদদাতা: বগুড়া-নাটোর সড়কে একটি যাত্রীবাহী বাস ও ভটভটির সংঘর্ষে ভটভটি চালক নিহত হয়েছেন। এসময় নিয়ন্ত্রন বাসটি উল্টে গিয়ে কমপক্ষে ২০ বাসযাত্রী আহত হয়েছেন। বুধবার রাত সোয়া ৭টার দিকে রানীরহাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নয়া মিয়া (৪৭) শাহজাহনপুর উপজেলার জোড়া নয়াপাড়া এলাকার মৃত ওসমান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার রাতে নাটোর থেকে বগুড়া আসার পথে একটি যাত্রীবাহী বাস শাহজাহানপুর এলাকার রানীরহাট জোড়া এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি ভটভটিকে মুখোমুখি ধাক্কা দেয় । এত করে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায় । এতে করে ভটভটি চালক নয়া মিয়া নিহত এবং যাত্রীবাহী বাসের ২০যাত্রী আহত হয় ।
এদিকে ঘটনার পর পরই বগুড়া নাটোর সড়কে যোগাযোগ বন্ধ হয়ে যায় । এসময় রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয় । শাহজাহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।