Connect with us

জাতীয়

তথ্যপ্রযুক্তি আইন সংশোধন চেয়ে আইনি নোটিশ

Published

on

originalতথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (আইসিটি অ্যাক্ট)-২০১৩ সংশোধন করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার সকালে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ নোটিশ পাঠিয়েছেন।

আইন সচিব, তথ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, যোগাযোগ ও প্রযুক্তি সচিবকে রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়। এতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই আইনের ৫৭, ৮৬ এবং ২০১৩ সালে সংশোধিত আইনের ৪২ নম্বর ধারা বাতিল চাওয়া হয়েছে। এ সময়ের মধ্যে নোটিশের জবাব না দিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

আইনবিদদের মত, তথ্যপ্রযুক্তি আইনে অনেক বিষয় একসঙ্গে জুড়ে দেয়া হয়েছে। কিন্তু কোনোটাই সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়নি। যে কারণে আইনের এ ধারা দিয়ে হয়রানির যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে, ভিন্নমত দমনের জন্য এটা একটা বেশ কার্যকর আইন। এছাড়া সরকারি কর্মকর্তাদের অনেকটা দায়মুক্তি দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০০৬ সালের বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় এ আইনটি প্রণয়ন করা হলেও এই আইন পাস হওয়ার পর থেকে এর প্রয়োগ কিংবা ব্যবহার নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। তবে আওয়ামী লীগ আমলে এ আইনে বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ বেশ কয়েকজন গ্রেপ্তার ও দণ্ডিত হওয়ায় এনিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *