কুড়িগ্রামে বিলুপ্ত ছিটমহলের ভুমির নকশা ও মালিকানার হাল তথ্য হস্তান্তর
শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে অধুনালুপ্ত ছিটমহলসমুহের ভূমির কলমি নকশা ও মালিকানার হাল তথ্য হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রানালয়ের সচিব মেছবাহ উল আলম কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিনের হাতে ছিটমহলের ভূমির কলমি নকশা ও মালিকানার হালনাগাদ তথ্য হস্তান্তর করেন। এসময় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক আখতার হোসেন আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ছিট বিনিময়ের পর গত ১৫ অক্টোবর থেকে ভূমি মন্ত্রনালয় ও অধিপ্তর জরিপের মাধ্যমে কুড়িগ্রামের ১২টি ছিটমহলের নকশা ও এখানকার বাসিন্দাদের জমির প্রকৃত মালিকানা নির্দ্ধারন করে ভূমির কলমি নকশা ও হালনাগাদ তথ্য তৈরী করে।