শীতের সবজিতে বাজার ভরপুর, তবুও পেঁয়াজের কেজি ১৫০
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বাজারগুলোতে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। পুরোনো পেঁয়াজ এখনো ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আর নতুন পেঁয়াজের দাম ১০০ থেকে ১২০ টাকা।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, নতুন আলু ৪০-৫০ টাকা এবং গরুর মাংস ৭০০-৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, আড়তে দাম বেশি হওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। তবে ক্রেতারা বলছেন, নিয়মিত বাজার মনিটরিং করা হলে দাম আরও কমানো সম্ভব হতো।