Connecting You with the Truth

পদোন্নতি পাওয়া ৩০ ডিআইজি পেলেন নতুন দায়িত্ব

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি পদে সদ্য পদোন্নতি পাওয়া ৩০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে জানানো হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ডিএমপি, পুলিশ সদরদপ্তর, হাইওয়ে পুলিশ, এসবি ও সিআইডিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে পদায়ন করা হয়েছে। এর আগে গত ২৬ নভেম্বর ৩৩ জন কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। তাদের মধ্যে জাহিদুল হাসানকে কেএমপি কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.