Connecting You with the Truth

ভ্যাপের আড়ালে মাদক কারবার: চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক:

ভ্যাপ ও ই-সিগারেটের আড়ালে ‘এমডিএমবি’ নামক ভয়ংকর সিনথেটিক মাদক বিক্রির অভিযোগে মূলহোতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তারকৃতরা মালয়েশিয়া থেকে এই মাদক এনে সোশ্যাল মিডিয়া ও এনক্রিপটেড চ্যাটের মাধ্যমে তরুণদের কাছে বিক্রি করত।

ডিএনসি জানায়, অনলাইন মনিটরিং ও গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ এমডিএমবি মাদক। এই মাদক স্নায়ুতন্ত্র ও হৃদযন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে বলে জানান বিশেষজ্ঞরা।

Leave A Reply

Your email address will not be published.