Connecting You with the Truth

মাদক ব্যবসায়ীর কামড় খেয়ে পুলিশ হাসপাতালে

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ সোমবার রাত সাড়ে ৮ টার সময় উপজেলার পাটগাও গ্রামে মাদক ব্যবসায়ীর কাছে ক্রেতা সেজে ইয়াবা কেনার সময় আজি মহাম্মদের ছেলে আবু (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। ওই সময় ইয়াবা বিক্রেতা আবু এসআই আজগরের হাতে কাপড় দিয়ে আহত করে পালিয়ে যায়। মাদক চক্র কৌশলে চোর চোর বলে চিৎকার দিলে গ্রামের লোকজন থানা পুলিশের সদস্যদের ঘেরাও করে। পরিচয় দেওয়ার পরও মাদক চক্রের লোকজন বিষয়টি এড়িয়ে গিয়ে পুলিশ সদস্যদের উপর চড়াও হয়ে আপত্তিকর আচরন করে। খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনাস্থলে যান। গ্রামবাসির অভিযোগ থানা পুলিশের এসআই আব্বাস, এসআই রেজা, ডিএসবি আলম উক্ত মাদক চক্রের কাছ থেকে প্রতিনিয়ত টাকা নিয়ে আসে। অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন তিনি।
আহত এসআই আজগরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত তিনি চিকিৎসাধিন ছিলেন। এ ব্যাপারে আবুর নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামী করে ১১ জানুয়ারী রাতে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৬। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments
Loading...