বগুড়ায় ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেফতার ৩
ইমরান হোসেন, বগুড়া : বগুড়া -নওগাঁ মহাসড়কের আদমদীঘির কোদবাবুর নামক স্থানে যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে বুধবার রাতে ৩টি ধারালো (বড় হাঁসুয়া) আস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নওগাঁর রানীনগর উপজেলার বিশিয়া সরদার পাড়ার সাহেব আলীর ছেলে আশরাফ আলী (৪৫) জয়পুরহাটের আক্কেল পুর উপজেলার শ্রীকণদীঘি গ্রামের আব্দুল জোব্বারের ছেলে হান্নন (৩৮) ও রায়কালী বাজারের সাহেব কাজির ছেলে আসলাম হোসেন (২০)। এ ঘটনায় বগুড়ার আদমদীঘি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উক্ত থানার ওসি শওকত কবির জানান আজ ভোর রাতে ডাকাতির প্রস্তুতি কালে তাদের ৩ জন কে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে থেকে তিনটি বড় হাঁসুয়া উদ্ধার করেছে পুলিশ।