গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সকালে ঢাকা থেকে রংপুরগামী উল্লাস পরিবহনের একটি বাস ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জে পৌঁছালে ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসটি রাস্তার পাশের গাছেরোঁথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রীর মারা যান এবং আহত হন অন্তত ৭ জন। পরে হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধারা করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি ।