মোহিতের হাফ গার্লফ্রেন্ড শ্রদ্ধা কাপুর
বিনোদন ডেস্ক: মোহিত সুরি ‘হাফ গার্লফ্রেন্ডে’ নামে ছবি করবেন সেই খবর বলিউডে পুরোনো। তবে তার নায়িকা কে হবেন এই নিয়ে ছিলো বিস্তর আলোচনা। নাম উঠেছিলো পরিণীতি চোপড়া ও কৃতি স্যাননের। অবশেষে পরিচালক শ্রদ্ধা কাপুরকেই বেচে নিলেন নিজের ছবির লিড রোলের জন্য।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, এই প্রজন্মের জনপ্রিয় সাহিত্যিক চেতন ভগতের ‘হাফ গার্লফ্রেন্ড’ উপন্যাস অবলম্বন নির্মিত হচ্ছে মোহিত সুরির এই ছবিটি। সেখানেই অভিনয় করবেন শ্রদ্ধা। এখানে তার বিপরীতে দেখা যাবে কাপুর বাড়ির আরেক তারকা আদিত্য রায় কাপুরকে।
এখন দেখার পালা চেতন ভগতের গল্পের পাতা থেকে উঠে আসা চরিত্রে শ্রদ্ধা নিজেকে কতটা প্রমাণ করতে পারেন। সেইসাথে ‘আশিকি টু’ ও ‘এক ভিলেন’-এর পর আবারো কতোটা সফল হতে পারে শ্রদ্ধা-মোহিত জুটি- সেটাও দেখার অপেক্ষায় বি-টাউন।