হিলিতে ট্রাক চাপায় যুবক নিহত
রাসেল হাসান, হিলি প্রতিনিধি: হিলির পার্শ্ববর্তী হিলি-জয়পুরহাট সড়কের ভিমপুর নামক এলাকায় ধানবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক সুমন হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টায় এদুর্ঘটনাটি ঘটে। নিহত সুমন হোসেন পাচবিবি উপজেলার কয়া গ্রামের কাইযুমের ছেলে।
স্থানীয়রা জানান, গতশুক্রবার সন্ধ্যায় হিলি থেকে জয়পুরহাটগামী একটি ধানবোঝাই ট্রাক অপর দিক থেকে হিলির দিকে যাওয়া একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক ছিটকে ট্রাকের চাকার নিচে চলে যায়। এতে তার কোমরের নিচ থেকে পুরোপুরি থেতলে যায়। এসময় স্থানীয়রা দ্রæত সুমনকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্য্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এদিকে টাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটকে রাখে। পরে পুলিশ এসে ট্রাকটি উদ্ধার করে পাচবিবি থানায় নিয়ে যায়।