হিলিতে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা
রাসেল হাসান, হিলি প্রতিনিধি: সম্প্রতি অনুষ্ঠিত হওয়া হাকিমপুর (হিলি) পৌরসভার নবনির্বাচিত মেয়র ও ৯টি ওয়ার্ডের কাউন্সিলরদের সংবর্ধনা দিয়েছে বাংলাহিলি তহবাজার কল্যান সমিতি। শুক্রবার রাত সাড়ে ৮টায় হিলির তহবাজার সেডে এ সংবর্ধনা দেওয়া হয়। সভার শুরুতে সমিতির পক্ষ থেকে সমিতির সদস্যরা নর্বনির্বাচিত মেয়র মো.জামিল হোসেন চলন্ত ও কাউন্সিলরদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।
বাংলাহিলি বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ফজলুর রহমানের সভাপতিত্বে তোহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন, হিলির তহবাজার কল্যান সমিতির সভাপতি শেরেগুল ইসলাম, সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাহিলি খাসমহল হাট ও বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি ফেরদৌস রহমান, সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক প্রমুখ।
সভায় তহবাজার ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকে কাঁচাবাজারের সেডের বেহাল অবস্থা, টিন দিয়ে পানি পড়া, পানিনিষ্কাষনসহ বাজারের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয় এবং তা নিরসনে মেয়রের সূদৃষ্টি কামনা করা হয়।