Connecting You with the Truth

মাদবদী পৌরসভায় স্থগিতাদেশের পরিবর্তে ৬টি কেন্দ্রে পূন:নির্বাচনের দাবি

SAM_1467

ফাহিমা খানম, নরসিংদী: নরসিংদীর মাধবদী পৌরসভা নির্বাচন স্থগিতাদেশের পরিবর্তে ৬টি কেন্দ্রের পূন:নির্বাচন সহ বিএনটির মনোনিত প্রার্থী হাজী ইলিয়াস সমর্থিত সন্ত্রাসীদের ভোট ডাকাতির প্রতিবাদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোশারফ হোসেন মানিকের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মানিক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের বলেন, ৩০ ডিসেম্বর বুধবার দেশব্যাপি পৌরসভা নির্বাচনের অংশ হিসেবে নরসিংদীর মাদবদীতে পৌর নির্বাচন অনষ্ঠিত হয়। অনুষ্ঠিত নির্বাচনে ১২টি কেন্দ্রের মধ্যো ৬টি কেন্দ্রে শান্তিপূর্ণ এবং বাকি ৬ টি কেন্দ্রে বিএনপি সমর্থিত কাউন্সিলরগণ পরিকল্পিত ভাবে কেন্দ্রে ভোট দখল, অগ্নি সংযোগ, কক্টেল ও বোমা পিস্ফোরন, অগ্নেয়াস্ত্রের মহড়া, জাল ভোট প্রদান, পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেয়া, বাড়ী ঘর ভাংচুরসহ এলাকায় ব্যাপক গোলযোগ সৃষ্টি করে। সন্ত্রাসী ঘটনায় আওয়ামীলীগের ১জন কাউন্সিলর প্রার্থী সহ ৭জন কর্মী আহত হয় বলে দাবী করে মোশারফ হোসেন মানিক। এ ঘটনায় নরসিংদী মডেল থানা বিস্ফোরক আইন সহ পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে মাধবদী সোনার বাংলা টাওয়ারে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে মোশারফ হোসেন মানিক আরও বলেন বিএনপি মনোনীত প্রার্থী নির্বাচন কমিশনের সঙ্গে গোপন ষড়যন্ত্র এবং মোটা অংকের টাকার বিনিময়ে মাধবদী পৌরসভা নির্বাচন সম্পূর্ণ রুপে স্থগিত করার নীল নকশা তৈরী করে। এ ঘটনায় আমরা মাধবদী পৌর আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগের পক্ষথেকে তীব্রনিন্দা, প্রতিবাদ সহ ৬টি কেন্দ্রের পূনরায় নির্বাচনের দাবি জানাই।

Comments
Loading...