Connecting You with the Truth

সঙ্গীতশিল্পী ফতেহ আলি খানকে ভারতে ঢুকতে বাধা

ফতেহবিনোদন ডেস্ক: হায়দারাবাদ এয়ারপোর্টে ঢুকতে বাধা দেওয়া হলো পাকিস্তানি সংগীতশিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলি খানকে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনার মুখোমুখি হন তিনি। এদিন রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার সঙ্গেই সঙ্গেই তাঁকে আবু ধাবি ফিরে যেতে বলা হয়। এদিন তিনি শহরের তাজ ফলকনুমা প্যালেসে নিউ ইয়ার ইভে একটি অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন।

নিয়ম অনুযায়ী, পাকিস্তানের নাগরিকরা ভারতের চারটি এয়ারপোর্টে নামতে পারে। সেগুলি হলো : দিল্লি, মুম্বাই, কলকাতা ও চেন্নাই। হায়দারাবাদ দিয়ে তাঁরা ভারতে ঢুকতে পারেন না। সেই জন্যই সংগীতশিল্পীকেও ফিরে যেতে বলা হয় বলে জানিয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। ভারতে পাক নাগরিকদের চলাফেরায় নজরদারির জন্যই এই নিয়ম রাখা হয়েছে। ইমিগ্রেশন অফিসাররাও এই নিয়মের কথা উল্লেখ করেছেন। নিয়ম ভাঙার জন্যই তাঁকে ঢুকতে দেওয়া হয়নি বলে উল্লেখ করেছেন তাঁরা। ওই ফ্লাইটেই তিনি আবু ধাবি ফিরে যান।

জানা গিয়েছে সম্প্রীতির বার্তা দিতেই এই সুফি গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান বাতিল করতে হয়। এই খবর শোনার পরই অনুষ্ঠানের আয়োজকরা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে শিল্পীকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।

Comments
Loading...