আটক ১০ নাবিককে মুক্তি দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরে ইরানি জলসীমায় প্রবেশ করার অভিযোগে দুইটি পেট্রোল বোটসহ আটক যুক্তরাষ্ট্রের দশ নাবিককে ছেড়ে দিয়েছে তেহরান। বুধবার টেলিভিশনে এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, যুক্তরাষ্ট্রের নাবিকরা ভুল করে ইরানের জলসীমায় প্রবেশ করেছে তা বুঝতে পারার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
‘তদন্তের মাধ্যমে আমরা জানতে পেরেছি, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নৌযান দুইটি অসাবধানতাবশত ইরানের জলসীমায় প্রবেশ করেছে। নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনার পর তাদের আন্তর্জাতিক জলসীমায় ছেড়ে আসা হয়েছে।’
মঙ্গলবার কুয়েত ও বাহরাইনের মাঝামাঝি এলাকায় সাগরে প্রশিক্ষণে থাকার সময় কারিগরি ত্রুটি দেখা দিলে নৌযান দুটি ইরানের জলসীমায় ভেসে যায় বলে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। ওইদিন আইআরজিসি’র রিয়ার অ্যাডমিরাল আলি ফাদাভি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুইটি নৌযান ইরানের জলসীমায় প্রবেশ করেছে।
অন্যদিকে, ইরানের বার্তা সংস্থা ফার্স বলছে, মার্কিন নাবিকদের ইরানি জলসীমায় ঘোরাফেরা করতে দেখে রেভোল্যুশনারি গার্ড তাদের আটক করে। আটকদের মধ্যে নয়জন পুরুষ, একজন নারী।
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ছয় শক্তিধর দেশের সঙ্গে নিজেদের পরমাণু প্রকল্প নিয়ে ইরান একটি চুক্তিতে উপনীত হলেও দুই দেশের মধ্যে উত্তেজনা খুব একটা কমেনি। সর্বশেষ এই ঘটনা নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা জাগিয়েছে। সিএনএন।