Connecting You with the Truth

ফেসবুকের সঙ্গে আলোচনা ১২ জানুয়ারি

Taranaনিজস্ব প্রতিবেদক: ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আগামী ১২ জানুয়ারি আলোচনায় বসবেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এ লক্ষ্যে ১১ জানুয়ারি সিঙ্গাপুর যাবেন প্রতিমন্ত্রী। এর আগে ৬ ডিসেম্বর সরকারের সঙ্গে আলোচনার জন্য ফেসবুকের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল। সচিবালয়ে বুধবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তারানা হালিম।

তিনি বলেন, ‘ফেসবুকের সঙ্গে আমাদের আলোচনা চলছে। তারা আমাদের এখানে এসেছিল। এখন আমরা গিয়ে আলোচনা করব। আমরা চাই তাদের সঙ্গে ভালো একটি আদান-প্রদানের সম্পর্ক হোক।’

একই সফরে গুগল ও মাইক্রোসফটের সঙ্গেও বৈঠক করবেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সামাজিক-সাংস্কৃতিক মানদণ্ড পশ্চিমা বিশ্বের মানদণ্ডের সঙ্গে মেলে না। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুকে অনেক সময় নারীর প্রতি অবমাননাকর দৃশ্য দেখা যায়।’

‘আমরা চাইব বাংলাদেশে যাতে ফেসবুকের একটি শাখা অফিস থাকে। বাংলাদেশের মানুষ অনেক বেশি ফেসবুক ব্যবহার করেন। বাজার হিসেবেও বাংলাদেশ কম বড় নয়। তাই তারা যদি এখানে থাকেন তাহলে উভয়েরই কাজের সুবিধা হবে’ যোগ করেন তিনি।

তারানা হালিম আরও বলেন, ‘আসন্ন বৈঠকে এ পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে কী পরিমাণ তথ্য চাওয়া হয়েছে ও ফেসবুক কর্তৃপক্ষ কী পরিমাণ তথ্য দিয়েছে তার একটি চিত্র আমরা তাদের কাছে চাইব।’

Comments
Loading...