Connecting You with the Truth

জাপানে ভূমিকম্পের জেরে অগ্নিকাণ্ড ও সুনামির আঘাত

আন্তর্জাতিক ডেস্ক:

জাপানের উত্তরাঞ্চলীয় অওমোরি অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর বেশ কিছু বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং উপকূলীয় এলাকায় সুনামি আঘাত হেনেছে। গত সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে এই ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের ফলে প্রায় ২,৭০০ বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, উপকূলীয় এলাকায় প্রায় ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়েছে। প্রধানমন্ত্রী সানাই তাকাইচি নাগরিকদের আফটারশকের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.