সেনা মহড়া দেখতে রংপুরে প্রধানমন্ত্রী
সেনাবাহিনীর শীতকালীন মহড়া দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে রংপুরের পাগলাপীরে খলেয়া হেলিপ্যাডে পৌঁছায়। সেখানে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ।
দুপুর সাড়ে ১২টায় সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় আয়োজিত ‘ব্রিগেড গ্রুপ আক্রমণ’ মহড়া দেখেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ ও প্রেস সচিব ইহসানুল করিম শেখ হাসিনার সফরসঙ্গী হয়েছেন।