নওগাঁয় মেধাবী মুখের সন্ধানে
আল ইমরান হোসেন, নওগাঁ প্রতিিনধি: সারা দেশের ন্যায় নওগাঁ জেলার বদলগাছী উপজেলাতে জেএসসি ও জেডিসি-১৫ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই জেএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে দরিদ্র কষাঘাতে জর্জরিত মো: কুদ্দুস আলী(৩৮) এর পুত্র মো: আরমান হোসেন(১৪) জিপিএ-৪.৯০ অর্জন করেছে। আরমান হোসেন এই ২০১৫ সালের জেএসসি পরীক্ষা বদলগাছী উপজেলার মির্জাপুর কে সি উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দেয়। সে কৃতকার্যের সাথে জেএসসি পরীক্ষায় জিপিএ ৪.৯০ অর্জন করে। আরমানের মা সালমা বেগম জানান, আরমান এই এক বছর দিন রাত কিছু না মেনে শুধু পড়াশুনা আর পড়াশুনা করেছে। তার এই ফলাফলে তিনি অশ্রুসিক্ত আনন্দ প্রকাশ করেন। মির্জাপুর কে সি উচ্চ কে সি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুজ্জামান রাজু জানান, আরমান ছেলে ও ছাত্র হিসাবে খুবই ভালো। আরমানের এই সাফল্যে তিনি উচ্ছাস প্রকাশ করেন। আরমান ৯ম শ্রেণিতে বিজ্ঞান নিয়ে পড়াশুনা করতে ইচ্ছা প্রকাশ করে। মেধাবী মুখের সন্ধ্যানে পর্ব-১ ও পূর্ব-২ প্রতিবেদন করা হয়েছে। আবার আসব কোনো অদম্য মেধাবী মুখের সাফল্যে গাঁথা কৃতিত্ব অর্জন এর ফলাফল নিয়ে, আল্লাহ হাফেজ।