পাঠানকোটে হামলার দায় স্বীকার করেছে ইউজেসি
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভিত্তিক একটি জঙ্গি দল পাঠনাকোটে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে রয়টার্স। সোমবার ইউনাইটেড জিহাদ কাউন্সিল নামের ওই জঙ্গি দলটির পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে একটি বিবৃতি দেয়া হয়।
জঙ্গি দলের মুখপাত্র সৈয়দ সাদাকাত হুসাইন বলেন, ভারতের সংবেদনশীল কোনো প্রতিষ্ঠানই যে আমাদের আওতার বাইরে নয় তা জানাতেই আমাদের মুজাহিদরা এ হামলা চালিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ওই বিবৃতির একটি কপি হাতে পেয়েছে। শনিবার মধ্যরাতের পর ভারতের পাঞ্জাবের পাঠানকোটে বিমানবাহিনীর ঘাঁটিতে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকস্মিক সফরে পাকিস্তান যান এবং দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে জন্মদিনের শুভেচ্ছা জানান। যা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া শুরুর ইঙ্গিত দিচ্ছিল।
নাম প্রকাশ না করার শর্তে ভারতের একজন কর্মকর্তা বলেন, (পাকিস্তানের সঙ্গে) আলোচনা এগিয়ে নেয়া বা না নেয়ার বিষয়টি এখন সরকারের বিবেচনাধীন