Connecting You with the Truth

পায়রাও মানুষের মত জুয়াড়ি!

Pigeons like the gambler!বিচিত্র ডেস্ক: মানুষের মতই আচরণ করে এমন প্রাণীর সংখ্যা পৃথিবীতে কম নয়। কিন্তু মানুষের এমন কিছু অভ্যাস, এমন কিছু আচরণের সঙ্গে এমন এক পাখির মিল-সত্যিই অবাক করার মত। পায়রারা নাকি মানুষের মতই জুয়াড়ি, এমনটাই দাবি গবেষকদের।
পায়রার আচার-আচরণ, ভঙ্গি পর্যবেক্ষণ করে গবেষকরা আবিষ্কার করেছেন কোনও বিষয়ে ‘ঝুঁকি’ থাকলে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় মানুষের মত একই রকম আচরণ করে পায়রাও। জুয়াড় ক্ষেত্রেও তাই। তবে, এটা অবশ্যই সত্যি, মানুষ যে ভাবে টাকাকে মূল্য দেয় পায়রা সেভাবে ভাবে না। সেজন্য গবেষকরা পাখির খাদ্য নিয়ে এক পরীক্ষা চালায়। একটি রঙিন দরজা আর একটা জায়গায় ভাল খাবার রেখে পরীক্ষা চালানো হয়। দেখা যায় পায়ারা রঙিন দরজাকে ভাল খাবারের থেকেও বেশি ‘মূল্য’ দিচ্ছে। গবেষকরা মনে করছে, মানুষের মতই পায়রাও দরকারের থেকেও বস্তু গত জিনিসকে বেশি পছন্দ করছে।

Comments
Loading...