খালেদার সাথে ইসলামী ঐক্যজোট নেতাদের বৈঠক
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপাসরন খালেদা জিয়ার সঙ্গে ইসলামী ঐক্যজোটের একাংশের নেতারা বৈঠক করেছেন। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জোটের শরিক জাতীয় পাটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এনডিপির খন্দকার গোলাম মোস্তফা, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গানি, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান।
এ সময় চেয়ারম্যান মাওলানা রকিব উদ্দিন খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এদিকে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় কনভেনশন থেকে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় ঐক্যজোট ছাড়ার ঘোষণা দেন। বিকালে রকিব উদ্দিন নিজেকে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন। তিনি দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন।