রাজশাহীতে বাস চাপায় তিন মটরসাইকেল আরোহী নিহত
রাজশাহী সংবাদদাতা: রাজশাহীতে বেপরোয়া বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে রাজশাহী মহানগরীর সপুরা এলাকার মুক্তিযুদ্ধ স্টেডিয়ামের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আলমগীর হোসেন বাচ্চু (৪৫), এরশাদ আলী (৪২) ও আদু হোসেন (৪৫)। নিহত বাচ্চু নগরীর সুজানগর মালদা কলোনীর জামাল শেখের ছেলে। আদু হাজরাপুকুর নিমকলোনীর হাবিবুর রহমানের ছেলে এবং এরশাদ একই এলাকার মুনসুর হাওলাদারের ছেলে।
তারা মোটরসাইকেলে রেলগেট হয়ে নওদাপাড়ায় বাচ্চুর ট্রাকের গ্যারেজে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতির একটি বাস এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাচ্চু মারা যায়। অপর দুজনকে গুরুতর অবস্থায় রামেক হাসপাতালে পাঠালে জরুরী বিভাগের চিকিৎসকরা এরশাদকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ চিকিৎসার পর আদুও মারা যায়।
রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) উপ-কমিশনার (পশ্চিম) একেএম নাহিদুল ইসলাম জানান, বাসটি নওদাপাড়ায় একটি রিকশাকে ধাক্কা দিয়ে বেপরোয়া গতিতে চলতে গিয়ে সামনে থেকে মোটরসাইকেলকে চাপা দেয়। নগরীর বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন বলেন, ঘাতক বাস সনাক্ত করা হয়েছে। সেটি আটকের চেষ্টা চলছে। এদিকে নিহতদের পরিবারের লোকজন খবর পেয়ে হাসপাতালে গিয়ে তিনজনকে সনাক্ত করে। এসময় তাদের বুকফাটা কান্নায় হাসপাতালের পরিবেশ ভারি হয়ে উঠে।