Connecting You with the Truth

রায়েরবাগে সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

Rayerabage policemen killed in road accidentযাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় রফিকুল ইসলাম (৪৫) নামের একজন পুলিশ সদস্য (নায়েক) নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রফিকুল ইসলামকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। রাত সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী মো. রুবেল জানান, রফিকুল ওই এলাকায় ডিউটি শেষে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় শ্রাবণ পরিবহন নামের একটি বাস সজোরে ধাক্কা দিলে তিনি মাথায় আঘাত পান।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ সেন্টু চন্দ্র দাস জানান, নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Comments
Loading...