Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সরাইলে ইজতেমার বাস খাদে পড়ে নিহত ১

Saraile Ijtema bus accident kills 1সরাইল সংবাদদাতা:  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শাহবাজপুর ব্রিজের কাছে ইজতেমাগামী একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে বইসামোড়া নাম স্থানে এ দুর্ঘটনায় ২৫ জন আহত হয়েছেন।

নিহত ওই মুসল্লির নাম মুফতি মাসুম আহমেদ (৪০)। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত যাত্রী রায়হান আহমেদ জানান, টঙ্গীর বিশ্ব ইজতেমায় যোগদানের জন্য সিলেটের বিয়ানী বাজার থেকে ২৬ জন যাত্রী নিয়ে এনা পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়।পরে শাহবাজপুর ব্রিজের কাছে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই মুফতি মাসুম মারা যান।

হাইওয়ে পুলিশের ইনর্চাজ মো. আলমগীর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গেছে। সেখান থেকে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই উদ্ধারকারীরা বাসটি উদ্ধারের চেষ্টা করছেন।

Leave A Reply

Your email address will not be published.