Connecting You with the Truth

শৈলকুপায় তিন শিশুকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা

JMS_Law_15শৈলকুপা সংবাদদাতা, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপার কবীরপুরে আগুনে পুড়িয়ে ৩ শিশুকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে নিহত আলামিন ও সাফিনের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় আটক ইকবালকে আসামি করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তোজাম্মেল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত  রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার কবিরপুরে দুই ভাইপো ও এক ভাগ্নেকে ইকবাল নিজ বাড়িতে ডেকে নেন। এরপর একটি ঘরের মধ্যে আটক করে এদের কুপিয়ে ও গ্যাসের আগুনে পুড়িয়ে হত্যা করে। স্থানীয়দের সহায়তায় উপজেলা দমকল বাহিনীর কর্মীরা মাহিনকে গুরুতর দগ্ধ অবস্থায় জীবিত উদ্ধার করে। অপর দুইজন পুড়ে অঙ্গার হয়ে যায়। মাহিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতরা হলো, দেলওয়ার হোসেনের ছেলে শফিল (  ৯) ও ছাত্র  আমিন ( ৬ ) ও রাশেদুল হাসানের ছেলে  মাহিন ( ১৪ )।

Comments
Loading...