শামসুল আলম স্মৃতি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ-১৫’র সমাপ্তি
চট্টগ্রাম ব্যুরো: শামসুল আলম স্মৃতি জাতীয় জুনিয়র ও সাব-জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ-২০১৫ এ দলগত ভাবে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট জেলা। তারা দুটি বিভাগে চ্যাম্পিয়ন ও তিনটি বিভাগে রানার আপ হয়ে চ্যাম্পিয়ন হয়েছে। দুটি করে চ্যাম্পিয়ন ও রানার আপ হয়ে দলগত ভাবে রানার্স আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তাছাড়া ৯টি ইভেন্টের ১৮টি চ্যাম্পিয়ন ও রানার আপ পুরস্কারের মধ্যে চট্টগ্রাম জেলা দুইটি চ্যাম্পিয়ন ও একটি রানার আপ, খুলনা জেলা দুইটি চ্যাম্পিয়ন, শরিয়তপুর জেলা ১টি চ্যাম্পিয়ন, চট্টগ্রাম বিভাগ ১টি রানার আপ, কুমিল্লা জেলা ১টি রানার আপ ও সুনামগঞ্জ জেলা ১টি রানার আপ এর পুরস্কার লাভ করে।
বালক একক (অনুর্ধ্ব-১৫) এর ফাইনালে চট্টগ্রাম জেলার সৈয়দ সাকের মুহাম্মদ সিবগাত উল্লাহ ২১-১৫, ২১-১৯ পয়েন্টে সিলেট জেলার হানিফ মোহাম্মদকে পরাজিত করে। বালক দ্বৈত (অনুর্ধ্ব-১৫) এর ফাইনালে সিলেট জেলার গৌরব সিং ও মঙ্গল সিং জুটি ২২-২০, ২২-২০ পয়েন্টে চট্টগ্রাম জেলার সৈয়দ সিবগাত উল্লাহ ও রিয়াজ আহমেদ জুটিকে পরাজিত করে। বালিকা একক (অনুর্ধ্ব-১৫) এর ফাইনালে খুলনা জেলার উর্মি আকতার ২১-১৫, ২১-১৮ পয়েন্টে সিলেট জেলার নাজরিন তুজ জোহরা কে পরাজিত করে। বালিকা দ্বৈত (অনুর্ধ্ব-১৫) এর ফাইনালে খুলনা জেলার সুমাইয়া আকতার মিম ও উর্মি আকতার জুটি ২১-১১, ২১-৯ পয়েন্টে কুমিল্লা জেলার শাহানা তাহসিন সাইমা ও সামচি চাকমাকে পরাজিত করে। বালক একক (অনুর্ধ্ব-১৮) এর ফাইনালে শরিয়তপুর জেলার মোঃ মিনহাজ ২১-১৪, ২১-১৭ পয়েন্টে সিলেট জেলার খাইরুল ইসলামকে পরাজিত করে। বালক দ্বৈত (অনুর্ধ্ব-১৮) এর ফাইনালে সিলেট জেলার খাইরুল ইসলাম ও মোঃ সুজন মিয়া জুটি ২১-১৪, ২১-১৭ পয়েন্টে সুনামগঞ্জ জেলার আশফাক সাদাকাত রবিন ও রাফিউল রায়েদ জুটিকে পরাজিত করে। বালিকা একক (অনুর্ধ্ব-১৮) এর ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীর ইরিনা পারভিন রত্মা ২১-৬, ২১-১৮ পয়েন্টে একই দলের সঞ্চিতাকে পরাজিত করে। বালিকা দ্বৈত (অনুর্ধ্ব-১৮) এর ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীর ইরিনা পারভিন ও সঞ্চিতা জুটি ২১-১৪, ২১-১২ পয়েন্টে একই দলের আখি আকতার ও বিথি সরকার জুটি কে পরাজিত করে। পুরুষ দ্বৈতের ফাইনালে চট্টগ্রাম জেলা মাহমুদুল আলম ও শাহ নাশাদ জুটি ২১-১৫, ২১-১৩ পয়েন্টে চট্টগ্রাম বিভাগের মোঃ শফিক ও নুরুল হক জুটিকে পরাজিত করে।
আজ ১৭ জানুয়ারি, বৃহস্পতিবার, সন্ধ্যা ৬টায় চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলা সমূহ শেষে সমাপনি ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস এর সভাপতি মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব আবদুল মালেক, স্পনসর প্রতিষ্ঠান এস এ গ্রæপের চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন আলম এবং চ্যাম্পিয়নশীপের আহŸায়ক ও সিজেকেএস যুগ্ম সম্পাদক মোঃ আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস এর সহ-সভাপতি শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মোজাম্মেল হক, মোঃ হাফিজুর রহমান, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম আজিজ জিলানী, কোষাধ্যক্ষ শফিউর রহমান মন্টু, সিজেকেএস এর নির্বাহী সদস্য দিদারুল আলম চৌধুরী, আলহাজ্ব আবুল হাশেম, জহির আহমদ চৌধুরী, সৈয়দ আবুল বশর, মোঃ শাহজাদা আলম, এহসানুল হায়দার চৌধুরী বাবুল, আ.ন.ম. ওয়াহিদ দুলাল, মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, মোঃ মশিউর রহমান চৌধুরী, তানভীর আহমেদ চৌধুরী, আছলাম মোরশেদ, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, রেখা আলম চৌধুরী, রেজিয়া বেগম ছবি, কাউন্সিলর দিদারুল আলম দিদার সহ সিজেকেএস এর কাউন্সিলর, ক্রীড়া সংগঠক, চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণকারী দল সমূহের খেলোয়াড় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে অনুষ্ঠানের সফল আয়োজনের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে। এবং স্পন্সর প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্পন্সর প্রতিষ্ঠান এস এ গ্রæপ্রের কর্ণধার মোহাম্মদ সাহাব উদ্দিন আলম এই চ্যাম্পিয়নশীপে স্পন্সর করতে সুযোগ দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং ভবিষ্যতেও এধরণের স্পন্সর করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিজেকেএস এর সাবেক নির্বাহী সদস্য জাহেদুল ইসলাম। চ্যাম্পিয়নশীপের বিভিন্ন ইভেন্টে মোট ৩১৬টি খেলা অনুষ্ঠিত হয়।