Connecting You with the Truth

সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে ৫ একর আলুর ধ্বংসের অভিযোগ

ববববচব

রোমান হাওলাদার , সিরাজদিখান প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় পূর্ব শক্রতার জের ধরে বিষ দিয়ে আলু ক্ষেতের ফসল পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জমিতে বিষ প্রয়োগের ফলে প্রায় ৫ একর জমির আলু নষ্ট হয়ে গেছে। জানাযায়, সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামের সৌদি প্রবাসী আওলাদ হোসেন সেন্টুর ছোট ভাই মাহবুব হোসেন রন্টু ও ছেলে মোঃ শামীম ৪একর ৭০ শতাংশ জমির মটিতে বিভিন্ন জাতের বীজ আলুর আবাদ করে। প্রতিবারের ন্যায় এবারো ভালো বীজ আলুর আবাদ করে। কিন্তু আলু গাছ কিছুটা বড় হলে কে বা কারা শত্রæতার কারনে জমিতে বিষ প্রয়োগের ফলে সমস্ত জমির আলু গাছ পুড়ে যাচ্ছে। বিষ প্রয়োগের ফলে আওলাদ হোসেন সেন্টুর ছোট ভাই মাহবুব হোসেন রন্টু ও ছেলে মোঃ শামীম বলেন, আমাদের জমির ওপর দিয়ে মাটি কাটার ট্রাকের রাস্তা করতে আমরা বাধা দিয়ে ছিলাম।এই কারনে দুর্বত্তরা রাতের আধারে আলু ক্ষেতে বিষ ঢালার কারণে আমাদের প্রায় ৫ একর জমির বীজ আলু গাছ নষ্ট হয়ে গেছে। এতে আমাদের প্রায় ৬/৭ লাখ টাকার লোকশান গুনতে হবে। মাহবুব হোসেন রন্টু এবিষয়ে সিরাজদিখান থানায় একটি অভিযোগ দাখিল করবেন বলে সাংবাদিকদের জানান। সিরাজদিখান উপজেলা কৃষিকর্মকর্তা, কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন, বীজ আলু জমিতে বিষ দিয়ে গাছ পুড়িয়ে দেয়ার কথা শুনে গতকাল বৃহস্পতিবার সকাল সারে ১০ টায় লতব্দী খিদিরপুর আলুর জমি পরিদর্শনে গিয়ে দেখি আগাছানাশক ঔষধ প্রয়োগ করে জমিগুলোর ফসল নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এখন পর্যাপ্ত পরিমান পানি ও ওষধ প্রযোগের ফলে নস্ট হয়ে যাওয়া ফসল কিছুটা হয়তো রক্ষা করা যেতে পারে। এমন ধরনের শত্রæতা কৃষকের অনেক আর্থিক ক্ষতি হতে পারে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়ারদৌস হাসান জানান, ঘটনা শুনেছি। ঘটনার পরিপ্রেক্ষিতে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যাবস্থা নেব।

Comments
Loading...