Connecting You with the Truth

রাজধানীতে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ডেমরায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে কোনাপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইরাম রেদওয়ান (২৫) ও অপু আহমেদ (২৫)। ইরাম এআইইউবি এবং অপু ইউআইইউ-এর শিক্ষার্থী ছিলেন। তারা একটি গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন।

নিহতদের বন্ধুরা জানান, ফেরার পথে কোনাপাড়া এলাকায় ময়লার গাড়ি তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক গাড়িটি জব্দ করেছে।

Leave A Reply

Your email address will not be published.