Connecting You with the Truth

চট্টগ্রামে তথ্য অধিকার বিষয়ক সভা অনুষ্ঠিত

Capture

চট্টগ্রাম ব্যুরো:  চট্টগ্রাম জেলা উপদেষ্টা কমিটির সভা আজ মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এসভায় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত-১, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চট্টগ্রাম চেম্বার এন্ড কমার্স পরিচালক, জেলা তথ্য অফিসার, পুলিশ সুপার, সিভিল সার্জন, এনজিও সংস্থা ইলমা, ব্র্যাক ও ইপসা’র প্রতিনিধিবৃন্দ।

চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উপদেষ্টা কমিটির সভায় জেলা-উপজেলা পর্যায়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সংশ্লিষ্ট সকল সংস্থা এবং এনজিওসমূহ সম্মিলিতভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া উপজেলা পর্যায়ে মাস্টার ট্রেইনারদের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার জন্যে তথ্য কমিশনের সাথে পত্র যোগাযোগ, তথ্য অধিকার আইনের আওতায় প্রাপ্ত কোন তথ্য যাতে করে দেশের স্বার্থবিরোধী কোন কাজে ব্যবহ্রত না হয় সে বিষয়ে সকলের সজাগ দৃষ্টি রাখা এবং জনসচেতনতা তৈরিতে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া যেন সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে সেলক্ষ্যে চলতি মাসেই সকল মিডিয়া, সংশ্লিষ্ট সকল সংস্থা এবং জনগণকে নিয়ে একটি মতবিনিময় সভা করার সিদ্ধান্ত হয়।

তথ্যের অবাধ প্রবাহ, তথ্য অধিকার সংরক্ষণ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করবার লক্ষ্যে প্রণীত হয়েছে তথ্য অধিকার আইন, ২০০৯।  এই আইনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সকল সরকারী, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং বিদেশী অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারী সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে দুর্নীতি হ্রাস এবং সুশাসন প্রতিষ্ঠা করা। এ আইন যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত হয়েছে তথ্য অধিকার বিষয়ক চট্টগ্রাম জেলা উপদেষ্টা কমিটি।

Comments
Loading...