Connecting You with the Truth

নৌবহরে যুক্ত হলো আরও দুটি যুদ্ধজাহাজ ‘স্বাধীনতা’ ও ‘প্রত্যয়’

naviবাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘স্বাধীনতা’ ও ‘প্রত্যয়’ রোববার চট্টগ্রাম নেভাল জেটিতে এসে পৌঁছেছে। এসময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল আখতার হাবীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজ দুটিকে স্বাগত জানান। নেভাল জেটিতে এসময় নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও বিপুল সংখ্যক নাবিক উপস্থিত ছিলেন। নতুন যুক্ত হওয়া যুদ্ধজাহাজ দুটি বিমানবিধ্বংসী কামান, জাহাজবিধ্বংসী মিসাইল এবং সমুদ্র তলদেশে সাবমেরিনের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করভেট শ্রেণির মিসাইল ফ্রিগেট বা যুদ্ধজাহাজ দুটির প্রতিটি ৯০ মিটার দীর্ঘ। প্রস্থে ১১ দশমিক ৪ মিটার। জাহাজ দুটি ঘণ্টায় সর্বোচ্চ ২৫ নটিক্যাল মাইল বা ৪৬ কিলোমিটার বেগে চলতে সক্ষম। নৌবহরে জাহাজ দুটি যুক্ত হওয়ায় বিশাল সমুদ্র এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান রোধ, গভীর সমুদ্রে উদ্ধার তৎপরতা, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা ও তেল-গ্যাস অনুসন্ধানের জন্য বরাদ্দ করা ব্লকগুলোতে অধিকতর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
২০১৩ সালের ৭ জানুয়ারি চীনে জাহাজ দুটির নির্মাণকাজ শুরু হয়। প্রায় ৩৫ মাস শেষে বাংলাদেশ নৌবাহিনীর কাছে জাহাজ দুটি হস্তান্তর করে চীন। গত ২৬ ডিসেম্বর জাহাজ দুটি চীনের কুইডং বন্দর থেকে যাত্রা শুরু করে। প্রায় ৮ হাজার কিলোমিটার সমুদ্রপথ অতিক্রম করে গতকাল বাংলাদেশে এসে পৌঁছায় জাহাজ দুটি।
নৌ জেটিতে জাহাজের প্রকল্প কর্মকর্তা কমোডর এ কে এম ফারুক হাসান গতকাল সাংবাদিকদের বলেন, করভেট টাইপের জাহাজগুলো খুবই শক্তিশালী ও দ্রুতগামী। জাহাজ দুটি শান্তিকালীন এবং যুদ্ধকালীন কর্মকাণ্ডে অবদান রাখতে পারবে।

Comments
Loading...