বগুড়ায় দুই শ্রমিক সংগঠনের সংঘর্ষে নিহত ১
বগুড়া সংবাদদাতা: বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকদের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইক মালিক শ্রমিকদের সংঘর্ষে শফিকুল ইসলাম নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। আহতদের বগুড়ার আদমদীঘি ও নওগাঁ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে বগুড়ার সান্তাহারে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির নেতা।
পুলিশ জানায়, সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিকরা তাদের নিয়ন্ত্রিত সমিতিতে ইজিবাইক মালিক-শ্রমিকদেরকে অন্তর্ভূক্ত হওয়ার জন্য বেশ কিছুদিন ধরে চাপ দিয়ে আসছিলেন। কিন্তু ইজিবাইক মালিক-শ্রমিকরা তাতে সম্মত হচ্ছিল না। এ নিয়ে দুই পক্ষের বিরোধ তুঙ্গে ওঠে। এ নিয়ে বৃহস্পতিবার রাতে এক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
আদমদীঘি থানার ওসি শওকত কবির জানান, জুমার নামাজের সময় দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। উভয়পক্ষ লাঠি-সোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেশ কিছু সিএনজি অটোরিকশা ও ইজিবাইক ভাঙচুর করা হয়। প্রতিপক্ষের হামলায় ছয়জন আহত হন।
ওসি শওকত কবির আরো জানান, আহতদের পাশের নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসকরা শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সান্তাহার জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।