Connecting You with the Truth

উলিপুর পৌরসভা নির্বাচনের ফলাফল প্রকাশ

Kurigram Pouro Election Meyar photo- Tarik Abul Ala(BNP)শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর পৌরসভার স্থগিত হওয়া দুটি ভোট কেন্দ্রের ফলাফল অনুযায়ী বিএনপি সমর্থিত প্রার্থী তারিক আবুল আলা চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে ৮ হাজার ৯শ ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী সাজাদুর রহমান সাজু নারকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ৮শ ৫৩ ভোট। পৌরসভায় ১৮টি ভোট কেন্দ্রের মধ্যে ২ টি স্থগিত ভোট কেন্দ্রে ভোট গ্রহন হয়।
কুড়িগ্রামের উলিপুর পৌরসভার স্থগিত হওয়া দুটি ভোট কেন্দ্রের শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কোন ভোট কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা দীর্ঘ লাইন ধরে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। কেন্দ্র দুটিতে বিজিবি ও র‌্যাবের পাশাপাশি ব্যাপক আইন শৃংখলা বাহিনী মোতায়েন ছিল।
উলিপুর পৌরসভায় ৩০ ডিসেস্বরের নির্বাচনে নারিকেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই ও সংঘর্ষের ঘটনায় কেন্দ্র দুটিতে ভোট গ্রহন স্থগিত করেছিল প্রিজাইডিং অফিসার।
স্থগিত কেন্দ্র দুটিতে ভোটার সংখ্যা ৩৮৯৮ জন। এ দুটি কেন্দ্রে মেয়র প্রার্থী ৬ জন, সাধারন কাউন্সিলর প্রার্থী ৫জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ৭জন।
উলিপুর পৌরসভায় ১৮ টি কেন্দ্রের মধ্যে ১৬ টি কেন্দ্রের বেসরকারী ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থী তারিক আবু আলা চৌধুরী ধানের শীষ প্রতীকে ৭৭৬৭ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুর রহমান সাজু পেয়েছিলেন ৫৫৮৮ ভোট।

Comments
Loading...