রংপুরে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার
রংপুর প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় অজ্ঞাত এক ব্যক্তির (৩৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গজঘণ্টার চারমাথায় বুধবার সকালে রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রক্তাক্ত অবস্থায় রাস্তায় লাশটি পরে থাকতে দেখে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল থেকে মৃত ঘোষণার পর লাশটিকে পূন:রায় গজঘণ্টার চারমাথায় বটতলায় নিয়ে আসে এবং পুলিশে খবর দেয়। তবে এটা হত্যা না দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত গঙ্গাচড়া থানার এসআই ফজলু জানান, লাশের ময়না তদন্ত শেষে জানাযাবে এটা হত্যা না আত্মহত্যা।