সুন্দরগঞ্জে সবার জন্য টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা
বাপ্পী রায়, সুন্দরগঞ্জ: ‘‘সবার জন্য টেকসই উন্নয়ন, নীতিমালা প্রনয়ণ, সংস্কার ও বাস্তবায়নে করণীয়’’ শীর্ষক কর্মশালা বুধবার উপজেলা সম্মেলন কক্ষে গণ উন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নে ফেডারেশনের আয়োজনে ও নেট্স বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন, ইউএনও আবদুল হাই মিলটন। এতে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান জহুরুল হক সরদার, শাহজাহান মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা আবু সাঈদ, সমাজ সেবা কর্মকর্তা গোলাম আজম, গণ উন্নয়ন প্রতিনিধি ফেরদৌস আলম, ফেডারেশনের সভাপতি জয়গুন বেগম প্রমূখ।