নওগাঁয় ছাত্রলীগের বার্ষিক সম্মেলন-১৬ অনুষ্ঠিত
আল ইমরান হোসেন, নওগাঁ: নওগাঁয় বদলগাছী উপজেলা ও বদলগাছী বঙ্গবন্ধু মহাবিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন-১৬ ইং অনুষ্ঠিত হয়েছে। সুত্রে জানা যায়,১৬ জানুয়ারী শনিবার দুপুরে নওগাঁর বদলগাছী উপজেলা কমিউনিটি সেন্টারে এই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বদলগাছী উপজেলা ও বদলগাছী কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের সভাপতি সুব্রত কুমার মন্ডল, আহবায়ক, বদলগাছী উপজেলা ছাত্রলীগ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক,এমপি উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা বাবু সাধণ চন্দ্র মজুমদার, এমপি, ড.আকরাম হোসেন চৌধুরী,সাবেক এমপি, চেয়ারম্যান, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ, আ.জ.ম শফি মাহমুদ, সভাপতি, বদলগাছী উপজেলা আওয়ামলীগ ও আবু খালেদ বুলু,সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ উপস্থিত ছিলেন। উদ্বোধক হিসাবে রহমানিয়া আলম রিজভী, সভাপতি, নওগাঁ জেলা ছাত্রলীগ ও প্রধান বক্তা শ্রী বিমান কুমার রায়, সাধারণ সম্পাদক, নওগাঁ জেলা ছাত্রলীগ উপস্থিত ছিলেন। এছাড়া বদলগাছী উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাবৃন্দ এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।