অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ-দ.আফ্রিকা
ক্রীড়া ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১১তম আসরের উদ্বোধনী ম্যাচে আজ বুধবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও দ. আফ্রিকা। সকাল ৯টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। দু’দলেরই লক্ষ্য প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস দিয়ে বিশ্বকাপ শুরু করার।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ঘিরে দীর্ঘ মেয়াদি পরিকল্পনায় কাজ করেছে বাংলাদেশ। বিভিন্ন অ্যাওয়ে সিরিজের সাথে ঘরের মাঠেও বেশ কিছু হোম সিরিজ খেলেছে টাইগার যুবারা। যেখানে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করে মিরাজ-শাওনরা। তাই আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই বিশ্বকাপ যাত্রা শুরু করেছে স্বাগতিকরা।
এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১৬টি দল । দশটি টেস্ট খেলুড়ে দেশ সরাসরি বিশ্বকাপে অংশ নিচ্ছে। এছাড়া ছয়টি এ্যাসোসিয়েট ও এ্যাফিলিয়েট মেম্বার এবারের আসরে অংশ নিচ্ছে।
সরাসরি অংশগ্রহণকারী দলগুলো : অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ।
অ্যাসোসিয়েট ও অ্যাফিলিয়েট মেম্বার: জিম্বাবুয়ে, আফগানিস্তান, নামিবিয়া, কানাডা, ফিজি, স্কটল্যান্ড ও নেপাল।
গ্রুপ ‘এ’- বাংলাদেশ, নামিবিয়া, স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
গ্রুপ ‘বি’- আফগানিস্তান, কানাডা, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
গ্রুপ ‘সি’-ইংল্যান্ড, ফিজি, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।
গ্রুপ ‘ডি’- অস্ট্রেলিয়া, ভারত, নেপাল ও নিউজিল্যান্ড।
টুর্নামেন্টের ফাইনাল হবে ১৪ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথমবারের মত টুর্নামেন্টের ২০টি ম্যাচ স্টার স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।
পূর্ববর্তী বিজয়ী দল: ১৯৮৮-অস্ট্রেলিয়া ১৯৯৮-ইংল্যান্ড ২০০০-ভারত ২০০২-অস্ট্রেলিয়া ২০০৪-পাকিস্তান ২০০৬-পাকিস্তান ২০০৮-ভারত ২০১০-অস্ট্রেলিয়া ২০১২-ভারত ২০১৪-দক্ষিণ আফ্রিকা
প্রসঙ্গত, ২০০৪ সালের পর আবারও বাংলাদেশে আয়োজন হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।