Connecting You with the Truth

অভিষেক বচ্চনের উজ্জল রোনালদিনহোর!

s-10
স্পোর্টস ডেস্ক:
বলিউড তারকা অভিষেক বচ্চনের দল চেন্নাই টাইটানসে খেলার সম্ভাবনা উজ্জল হয়েছে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো ফুটবলার রোনালদিনহোর। ইন্ডিয়ান সুপার লিগের দল (আইএসএল) চেন্নাই থেকে এরই মাঝে প্রস্তাব দেয়া হয়েছে প্রাক্তন বার্সেলোনা তারকাকে। গত সোমবার রোমে অনুষ্ঠিত বিশ্ব শান্তির ম্যাচের সময় রোনালদিনহোর এজেন্টের সঙ্গে দেখা করেন চেন্নাইয়ের প্রতিনিধিরা। এ সময় উপস্থিত ছিলেন ফ্রাঞ্চাইজির অন্যতম মালিক অভিষেক বচ্চন। দলের মার্কি ফুটবলার হিসেবে রোনালদিনহোকে চেয়ে প্রস্তাব দেন তারা। পরে রোনালদিনহোর সঙ্গে দেখাও করেন। রোনালদিনহোও নাকি ভারতের এই টুর্নামেন্টে খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। চেন্নাইয়ের এক কর্মকর্তা বলেন, ‘আমরা চলতি সপ্তাহে আবার দেখা করবো রোনালদিনহোর সঙ্গে। আশা করছি চূড়ান্ত কথা তখনই হয়ে যাবে।’ তার ভারতের খেলার সম্ভাবনা আরো বাড়ছে কারণ ইউরোপের দলবদলের সময়সীমা পার হলেও কোনো দলে স্বাক্ষর করেননি রোনালদিনহো। এদিকে ফ্রান্স এবং স্পেনের দুই প্রাক্তন তারকা নিকোলাস এনেলকা ও রাউল গঞ্জালেসের সঙ্গে কথা বলা শুরু করেছে মুম্বাই সিটি এফসি। তাদের সঙ্গে কথা বলছেন দলটির অন্যতম কর্ণধার আরেক বলিউড হিরো রণবীর কাপুর। বৃহস্পতিবার তিনি নিজেই ইংল্যান্ডের প্রাক্তন মিডফিল্ডার পিটার রিডকে মুম্বাইয়ের কোচ করার কথা জানান।


Comments
Loading...